• ঢাকা
  • শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মে, ২০২১
সর্বশেষ আপডেট : ৩ মে, ২০২১

বালিয়াকান্দিতে ৩০০ লিটার টিসিবি’র তেল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩১৮ লিটার টিসিবির তেল জব্দ করাসহ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে। একই সাথে কালোবাজারে টিসিবির তৈল বিক্রিকারী মিমি এন্টার প্রাইজের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে।

রোববার বিকালে উপজেলার নারুয়া বাজারের নিতিশ চন্দ্র সাহার মায়ের দোয়া মুদিখানায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। এ সময় ৩১৮ লিটার টিসিবির তেল জব্দ করাসহ ব্যবসায়ী নিতিশ চন্দ্র সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনগণের মধ্যে বিক্রি না করে কালোবাজারে তৈল বিক্রি করায় টিসিবির ডিলার বালিয়াকান্দি বাজারের মিমি এন্টার প্রাইজের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে অভিযানকারী কর্মকর্তারা জানান।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর