স্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামের নুর মোহাম্মদ নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পটকা ফুটিয়ে আতংক সৃষ্টিসহ বসতঘর কুপিয়ে ক্ষতিসাধান করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, নুর মোহাম্মদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা ওই বাড়িতে পটকা ফুটিয়ে আতংক সৃষ্টি করে। দুর্বৃত্তরা নুর মোহাম্মদের ছেলে মিলনকে খোঁজাখুঁজি করে। চাঁদার টাকার জন্য হুমকি প্রদর্শনসহ বসতঘর কুপিয়ে ক্ষতিসাধন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানা গেছে।