ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ লক ডাউনের চতুর্থ দিনেও প্রশাসনের কড়া নজরদারিতে রাজবাড়ীর পুরো গোয়ালন্দ উপজেলা। গত বুধবার লক ডাউনের শুরুর প্রথম দিনেই পৌর শহরে বিভিন্ন পয়েন্ট ও উপজেলার বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা না মানায় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
শুক্রবার সকাল–থেকে রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় কোভিড–১৯ এর ২য় ঢেউ সংক্রামন প্রতিরোধের কারণে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
তারই ধারাবহিকতায় শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা, দোকান খুলে রাখা এবং সরকার ঘোষিত লক ডাউনের আইন অমান্য করা ও অপরাধে ভ্রাম্যমাণ আদালত মোট ৮ জনকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে ৮ টি মামলা দায়ের করেন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট,সহকারী কমিশনার (ভূমি)মোঃ রফিকুল ইসলাম।