Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দিপক কুন্ডু ব্যবসা করতে দিচ্ছেনা, অভিযোগ বাল্কহেড ব্যবসায়ী সমিতির সভাপতির

রাজবাড়ী মেইল ডেস্ক
১ এপ্রিল ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মা নদীর বালু ইজারাদার দিপক কুন্ডু রাজবাড়ী বাল্ক হেড বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ১১২ জন সদস্যদের বালু পরিবহন ব্যবসায় জোরপূর্বক অতিরিক্ত কমিশন আদায় করতে বাধ্য করছেন। যে কোরনে তারা বালু পরিবহন ব্যবসা বন্ধ রেখেছেন।

কমিশন দিতে অস্বিকৃতি জানালে কয়েকদিন আগে বালু পরিবহনের টোকেন জালিয়াতির অভিযোগ করেছেন প্রশাসনের কাছে। যে কারনে গত ১৭ মার্চ থেকে বাল্কহেড বালু ব্যাবসায়ী সমিতির জৌকুড়া-ধাওয়াপাড়া নৌরুটের সদস্যরা বালু পরিবহন থেকে বিরত রয়েছেন। এই সমবায় সমিতিটি তাদের সরকারী রেজিষ্টিভুক্ত। স্বাভাবিকভাবে পরিচালিত ব্যবসাকে তিনি অশান্ত করছেন এমন অভিযোগ করেছেন সমতির সভাপতি আজম আলী মন্ডল।

আজম মন্ডল বলেন, দিপক কুন্ডু একজন ভারতীয় নাগরিক। বালু বিক্রির সমস্ত অর্থ ভারতে পাচার করেন। নাজিরগঞ্জের বালু রাজবাড়ীর নৌ-রুট ব্যবহার করলে অন্যায়ভাবে ফুট প্রতি ২ টাকা ৬০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪ আনা অতিরিক্ত অর্থ আদায় করছেন। এতে পতিদিনই তাদের লক্ষ লক্ষ টাকা বেশি দিতে হচ্ছে। অতিরিক্ত অর্থ দিতে অস্বিকৃতি জানালে টোকেন জালিয়াতির অভিযোগ করেন তিনি। অথচ এমন অভিযোগ কখোনোই সম্ভবনা। কারন জালিয়াতি করলে টোকেনের অবশিষ্ট মুড়ি অংশ থাকবে, সেটা কোথায় রয়েছে? জালিয়াতি তিনি নিজেই করেছেন এবং চাপিয়ে দিচ্ছেন আমাদের উপর। অতিমূল্যে বিভিন্ন স্থানে টোকেন বিক্রি করে এখন আমাদের ঘাড়ে চাপাচ্ছেন। এমন পরিস্থিতে তাকে আর বালু ব্যাবসা করতে দেয়া হবেনা। সময়ে অসময়ে দিপক কুন্ডু মোটা অংকের অর্থ আমাদের থেকে আদায় করেন এবং কখনোই তিনি ঠিকমত পরিশোধ করেননা। আমরা বাল্কহেড ব্যবসায়ীরা দিতে নারাজ হলে তিনি এমন পরিস্থিতি তৈরী করেন। পুলিশ ও সাংবাদিকদের কথা বলেও বালি বিক্রির মোটা অংক দিতে হয় তাকে। এই টাকা কিভাবে বন্টন করা হয় তা কেউ জানেনা। আমাদের সাথে অনেক সাধারন মানুষ জড়িত। তাদের দুবেলা দুমুঠো খাবার এ থেকে আসে। এ ব্যবসা বন্ধের কারনে তারা বেশ কয়েকদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, কোন ধরনের অনিয়ম তারা প্রশ্রয় দিবেননা। তিনিও অনেক আগে থেকে বালু ব্যবসায়ের সাথে রয়েছেন। যে কোন উদ্ভোট পরিস্থিতি তারা এক হয়ে সমাধান করবেন। যে কোন শক্তি আসুক তা মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে বলেও জানান মেয়র।

এমন পরিস্থিতি পরিবর্তন করতে সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর হস্তক্ষেপ কামনা করেন। গত বুধবার (৩১ আগষ্ট) বিকালে সূর্যনগর স্টেশনের পাশে সাংসদ কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলী সহ তাদের পরিবারের সদস্যদের করোনায় থেকে মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কাউসারুল ফেরদৌস, সাধারন সম্পাদক মো. শিমুল মোল্লা, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রব সহ অনেক নেতাকর্মী ও স্থানীয় লোকজন।

অভিযোগ প্রসঙ্গে বালূমহাল ইজারাদার দিপক কুন্ডু বলেন, আমি বাল্কহেড বালু ব্যাবসায়ী সমবায় সমিতির উপদেস্টা। আমি যদি তাদের বিরুদ্ধে টোকেন জালিয়াতির অভিযোগ করে থাকি তাহলে তাদের কাছে অভিযোগের কপি চান দেখেন দিতে পারে কিনা। আর কমিশন বেশি নেওয়ার কোন ডকুমেন্ট নেই, সম্পূণ্য মিথ্যা ও ভিত্তিহীন। আমি যদি এ্যাত খারাপ হই তাহলে আমাকে তাদের কমিটির উপদেস্টা করেছিল কেন?

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা