Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়াঃ চৈত্রের কুয়াশায় আড়াই ঘন্টা বন্ধের পর চালু, যান্ত্রিক ক্রটিতে তিন ফেরি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ মার্চ ২০২১, ৯:১৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ চৈত্রের কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আড়াই ঘন্টার বেশি ফেরি বন্ধ ছিল। এসময় যানবাহন বোঝাই তিনটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। এছাড়া সোমবার সকালে তিনটি ফেরি ইঞ্জিন ক্রটিতে বসে পড়লে সংকট দেখা দেয়। কুয়াশায় চলাচল ব্যাহত ও ফেরি স্বল্পতায় উভয় ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, রোববার দিবাগত মধ্যরাত পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশার লক্ষণ দেখা না গেলেও রাত শেষে হঠাৎ কুয়াশা দেখা দেয়। রাত বাড়ার সাথে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হয়। এভাবে চলার পর সোমবার ভোর ৫টার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। সামান্য দূরের কিছুই দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ৫.৩০ মিনিটের দিকে বাধ্য হয়ে ফেরি বন্ধ করে দেয়। এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে। ফেরি মাষ্টারগন দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতেই নোঙ্গর করতে বাধ্য হয়। এসময় ফেরি তিনটিতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ও ব্যক্তিগত মিলে অন্তত ২৫টির মতো গাড়ি এবং যাত্রী ছিল পাঁচশর মতো। চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ এমন ভারি কুয়াশায় মাঝ নদীতে ও সড়কে আটকে থাকা যানবাহনের কয়েক হাজার যাত্রী আটকে বাড়তি দুর্ভোগ পোহায়। আড়াই ঘন্টা পর সকাল ৮টার দিকে কুয়াশা কমলে ফেরিগুলো ঘাট ছাড়তে থাকে।

এদিকে সোমবার সকালে ইঞ্জিন ও অন্যান্য যান্ত্রিক ক্রটিতে তিনটি একত্রে ফেরি বিকল হয়ে পড়ে। এতে করে ফেরি স্বল্পতা দেখা দেয়। কর্তৃপক্ষের মতে, সকালে ইঞ্জিন সমস্যায় ইউটিলিটি ফেরি বনলতা, রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং শাহ জালাল বিকল হয়ে পড়ে। ফেরি তিনটিকেই পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রেখে মেরামত করা হচ্ছে। কুয়াশা ও ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার যানবাহনের লম্বা লাইন তৈরী হয়েছে। একই সাথে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কেও গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, চৈত্র মাসে এমন কুয়াশা আগে দেখিনি। সোমবার ভোররাত থেকে হঠাৎ ভারি কুয়াশায় নদী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়লে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। সকালে একত্রে তিনটি ফেরি ইঞ্জিন ও অন্যান্য যান্ত্রিক ক্রটিতে বিকল হলে যানবাহন পারাপার ব্যাহত হয়। ফলে উভয় ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরী হয়েছে। বিশেষ করে পন্যবাহি গাড়ি আটকা পড়েছে বেশি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে পালালো খুনি

গোয়ালন্দে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেলেন বাড়িওয়ালা

পাংশায় পাইপগানসহ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে পদ্মা নদীর তিন ইলিশ বিক্রি হলো ২৪ হাজারে