Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

আ’লীগের বাধার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতু হয়নি – আলী নেওয়াজ খৈয়ম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আওয়ামী লীগের বাধায় দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু হয়নি। আমরা স্থানীয় আওয়ামী লীগকে অনেক অনুরোধ করেছিলাম। তারা আমাদের ডাকে সারা দেয়নি। বরং তারা সব সময় বিরোধিতা করে আসছে। আমরা পদ্মা সেতুর জন্য দৌলতদিয়ায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আওয়ামী লীগ বরিশাল আর খুলনা বিভাগের দোহাই দিয়ে আমাদের বিরোধিতা করেছে। আমাদের সাথে বেঈমানি করেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাদের অন্যায়ের পাল্লা এতটাই ভারি হয়েছে যে, শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।

তিনি বলেন, রাজবাড়ীর কাজী কেরামত ছয় বারের এমপি। দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে এমপি হয়েছেন। ছয়বার এমপি হলেও গোয়ালন্দ সহ রাজবাড়ীর কোন উন্নয়ন হয়নি। তারা দুইভাই মিলে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্য করেছেন। কাজী কেরামত আলী আর কাজী ইরাদত আলী দুই ভাই মিলে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ওপর নির্যাতন করেছেন। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, জেলে পাঠিয়েছেন। আমাদের দলের কেউ এখন পর্যন্ত আপনাদের ওপর কোন অত্যাচার করেননি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. রোস্তম মোল্লা।

জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ছাড়াও জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল থেকে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজবাড়ীর কালুখালীতে আগুনে জামায়াতের কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে

রাজবাড়ীতে সিপিবির সম্মেলন, সামাদ মিয়া সভাপতি, ধীরেন্দ্রনাথ দাস সম্পাদক নির্বাচিত

রাজবাড়ীতে নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত