Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জানুয়ারি ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যানয়ের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রতন সরকার, সহসভাপতি ও রাজবাড়ী পৌর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাছ আলী বাবু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. সোলায়মান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন, জাতীয় পার্টির রাজবাড়ী পৌরসভার সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল মান্নান।

আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু বলেন, একটি গোষ্ঠী জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলছেন। অথচ তারা ভুল বলছেন। তারা শত্রুতা করেই বলছেন। জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগের সাথে আতাঁত করেনি। আওয়ামী লীগ তাদের প্রয়োজনে আমাদের পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদকে বার বার জেলে পাঠানোর ভয় দেখিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। আওয়ামী লীগ অন্যায় করেছে বলেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। জাতীয়পার্টি দেশ ছেড়ে পালায়নি। তারা মাঠে আছে এবং আগামী জাতীয় নির্বাচনেও অংশ নিবে।

তিনি বলেন, জাতীয় পার্টির এরশাদের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে হয়নি। দেশের সকল মহকুমাকে জেলায় রুপান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ গঠনও করা হয়েছে জাতীয় পার্টির আমলে। জাতীয় পার্টির ৯বছরের শাসনামলে হাতে গোনা ৩০-৪০ জনের মতো খুন হয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে জুলাই-আগষ্টের অভ্যুত্থানে এক দিনেই হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি নিজেই স্বাক্ষি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলের বর্তমান চেয়ারম্যান জিএম আব্দুল কাদেরকে আ.লীগ সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখে নির্বাচনে অংশ নিতে বাধ্য করে। অথচ জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে জাতীয় পার্টিকে দোসর বানাচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ছড়া উৎসবের মধ্য দিয়ে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে ব্যবসায়ী পরিবারকে জিম্মি করে অর্ধ কোটি টাকার সম্পদ লুট, গ্রেপ্তার নেই

শেখ হাসিনার পরিবারের কেউ রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেনি – রাজবাড়ীতে শহিদুল ইসলাম বাবুল

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভা স্থগিত, পাল্টাপাল্টি অভিযোগ

ঘন কুয়াশায় ৯ ঘন্টা বন্ধের পর দুই নৌপথে ফেরি চালু, দুর্ভোগ

মারধরের প্রতিশোধ নিতেই রাজবাড়ীর তানভীরকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তি

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্নহত্যা

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযানঃ খাবার ও ওষুধ কম দেয়াসহ নানা অভিযোগের সত্যতা পেল

ছাত্রদলকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- রাজবাড়ীতে প্রস্তুতি সভায় আসলাম মিয়া