Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া আবাসিক বোডিংয়ে পাওয়া গেলো যুবকের অর্ধ গলিত লাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন এলাকার ‘নাটোরের আলিম বোডিং’ নামক আবাসিক বোডিং থেকে জিয়ারুল ইসলাম (৪৩) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯:৩০ টার দিকে যৌনপল্লী সংলগ্ন আবাসিক ওই বোডিং থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত জিয়ারুল ইসলাম (৪৩) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাওড়া আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে। আবাসিক বোডিংয়ে থাকা রেজিস্ট্রার খাতার সূত্র ধরে জানা যায়, চলতি বছর ২৩ নভেম্বর থেকে ওই বোডিংয়ে থাকার জন্য ৪ নম্বর কক্ষটি ভাড়া নেয় জিয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলেও ওই কক্ষ থেকে তার কোন সারা শব্দ পাওয়া না গেলে সন্ধ্যার দিকে তার রুমের দরজা ধাক্কা দিলে বন্ধ পাওয়া যায়। পরে সন্ধ্যার পুলিশের খবর দিলে পুলিশ কক্ষের দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় মৃতদেহের চোখ, মুখ অর্ধ গলিত হয়ে শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

থানা পুলিশ জানায়, আবাসিক বোডিংয়ের লোকজন সর্বশেষ গত ১৪ ডিসেম্বর তাকে দেখতে পান। এরপর থেকে আর দেখা যাচ্ছিল না। গতকাল থেকে কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহ বাড়তে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হলে রাতেই অভিযান চালানো হয়। লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হলে মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য আজ শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম শুক্রবার সকালে বলেন, ধারণা করা হচ্ছে দুই-তিন আগের মৃতদেহ। যে কারনে শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। বৃহস্পতিবার রাতে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য থানায় এনে রাখা হয়। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তার আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি