• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৪

গোয়ালন্দে নিপা ভাইরাস সচেতনতায় শিক্ষার্থীদের সাথে সভা

অনলাইন ডেস্ক

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে নিপাহ্ ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ প্রদান করেন আইসিডিডিআরবি’র ফিল্ড রিসার্চ এ্যাসিস্ট্যান্ট আশরাফুন নাজনিন ও পাপিয়া সুলতানা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শামীম শেখ, কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিপাহ্ ভাইরাস এ  আমাদের করনীয় – শীর্ষক কর্মসূচির আওতায় আইসিডিডিআরবি দেশের বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় গত ২ নভেম্বর হতে  এ ধরনের কর্মসূচি শুরু হয়েছে। ‘নিপাহ্ থেকে বাঁচতে চান, কাঁচা রস ভুলে যান’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা সভায় প্রশিক্ষকদ্বয় বলেন, নিপাহ ভাইরাস মারাত্মক একটি ছোঁয়াচে রোগ। এটা অতি দ্রুত এক জনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। কাঁচা রস এবং আধা খাওয়া ফল হতে এ ভাইরাসের সংক্রমন হতে পারে। ২০০১ সালে দেশে সর্বপ্রথম এই ভাইরাস ধরা পড়ে। এ ভাইরাসে এ পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে।  মৃত্যুর হার প্রায় ৭১ শতাংশ। এ ভাইরাসের লক্ষনগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত জ্বর, খিচুনি, মাথা ব্যাথা, মাথা ঘোরা, অজ্ঞান, মুখ দিয়ে লালা ঝড়া প্রভৃতি। এ রোগের এখনো পর্যন্ত কোন ওষুধ বা ভ্যাকসিন আবিস্কার হয়নি। সে জন্য নিপা ভাইরাস থেকে রেহাই পেতে পাখিতে খাওয়া কোন ফল এবং খেজুরের কাঁচা রস খাওয়া হতে বিরত থাকতে হবে।

প্রশিক্ষকদ্বয় আরো জানান, আইসিডিডিআরবি’র ৪টি বিশেষজ্ঞ দল নিপাহ্ ভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এলাকার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে এ ধরনের সভার কর্যক্রম শুরু করেছে। তার অংশ হিসেবে আমরা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কাজ করছি। যে সকল জেলায় নিপাহ্ ভাইরাসে মানুষ মারা গিয়েছে সে জেলাগুলো হলো রংপুর, রাজশাহী, কুস্টিয়া গোপালগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাও, নাটোর, পাবনা, নওগা, রাজশাহী ও ফরিদপুর।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর