• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১
সর্বশেষ আপডেট : ২৫ মার্চ, ২০২১

গোয়ালন্দে পুজা উদযাপন পরিষদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে উগ্র সন্ত্রাসবাদ গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মলম্বীদের মন্দির ও বাড়ীতে হামলা ও লুটপাটের প্রতিবাদে গোয়ালন্দ উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সমন্বয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

প্রধান সড়ক গোয়ালন্দ বাজার সার্বজনীন কালীমন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চক্রবর্তী বলেন, সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতকারী সংখ্যালঘু সম্প্রদয়ের উপর অমানবিক অত্যাচার নির্যাতন করেছে। আমরা গোয়ালন্দ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোযালন্দ উপজেলা পুজা উদযাপন পরিষদে সভাপতি বিপ্লব ঘোষ, কমিটির পৌর সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন, সেক্রেটারি পলাশ কবিরাজ, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি সুধির কুমার বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রটারি সুশীল রায়, পৌর কাউন্সিলর কার্তিক ঘোষ, মানিক ঘোষ, জীবন চক্রবর্তী, রাম, বিষ্ণু, সুমন, সুকুমার প্রমুখ ব্যাক্তিবর্গ।

বক্তারা সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পরিবারের উপর হামলার নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর