Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী সালমা খাতুনকে (২৫) হত্যার দায়ে তাঁর ফেসবুক বন্ধুকে রাজবাড়ী জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হেমায়েত উল্লাহ (৩০)। তিনি নোয়াখালীর চর জব্বর থানার সুবর্ণচর ইউনিয়নের দক্ষিণ চর ক্লার্ক গ্রামের মো. আহসান উল্লাহর ছেলে। বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড হাউলি জয়পুর গ্রামের স্বামীর বাড়ির বসত ঘর থেকে সদর থানা পুলিশ গৃহবধু সালমার লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে ওই দিন রাতেই সালমার লাশ দাফন সম্পন্ন হয়। সালমা গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। স্বামীর বাড়ি থেকে ১০০ গজ দুরেই একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড পূর্ব ভবদিয়া গ্রামে বাবা সালাম শেখের বাড়ি। সালমার ছয় বছর বয়সী ছেলে সাদিক মল্লিক ও সাড়ে চার বছর বয়সী সিনহা নামের এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিহতের বাবা সালাম শেখ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা (নং-২) করেন।

পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাত ১০টার পর থেকে পরদিন ১ এপ্রিল সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোন সময় সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী সালমা খাতুনের ঘরে কৌশলে প্রবেশ করে অজ্ঞাত দুর্বত্তরা গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। অভিযোগের ভিত্তিতে সদর থানায় দায়েরকৃত মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার শক্তিশালী টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ শুরু করে। এতে সালমার ফেসবুক বন্ধু হেমায়েত উল্লাহর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরে বুধবার নোয়াখালীর চর জব্বর থানা পুলিশের সহযোগিতায় সুবর্ণচর ইউনিয়নের চর ক্লার্ক গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, আসামীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সদর থানায় হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি গৃহবধু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামির স্বীকারোক্তিতে দুপুরে সালমার ব্যবহৃত মোবাইলফোন ঘটনাস্থলের পাশের গ্রাম নূরপুর গ্রামের জনৈক কৃষ্ণ হালদারের পুকুর থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ওসি আরো বলেন, কয়েক বছর আগে আজাদ মল্লিক স্বপরিবার ঢাকায় থাকা অবস্থায় হেমায়েত উল্লাহর সাথে সালমার ফেসবুকে পরিচয় হয়। ওই সূত্র ধরে তাদের মধ্যে পরকিয়া সম্পর্ক তৈরী হয়। কিন্তু পরবর্তীতে পরকিয়া সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এর জেরে প্রবাসীর স্ত্রী সালমাকে হত্যা করা হয় বলে প্রাথমিক স্বীকারোক্তিতে হেমায়েত জানায়। আসামিকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে আগামীকাল শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দ পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

ঈদ যাত্রায় দৌলতদিয়ায় যাত্রী হয়রানি ও বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা