Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। একে অপরের ওপর অফিস ভাঙচুর ও আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রা‌ত সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে শহরের ইয়া‌ছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পা‌র্কিং করে রাখা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির দলীয় কার্যালয় আজাদী ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ দেখা যায়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একদল সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আজাদী ময়দানে অবস্থিত আমার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ তান্ডব চালায়। এসময় পারভেজ নামের একটি ছেলে অফিসের কাজে নিয়োজিত তাকেও মারধর করে। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নেয়ারও প্রস্তুতি নিচ্ছি।

অন্যদিকে রাত দশটার দিকে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কের ওপর পার্কিং করে রাখা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে সাব্বির হোসেন গাড়ি পোড়ানোর ঘটনায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে দায়ী করেন। তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে আমার প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে দাবী করেন।

তবে তাঁর বক্তব্য জানতে ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলেও না ধরেননি। পরে তাঁর ফোনটি অপর প্রান্ত থেকে ইস্রাফিল নামক তাঁর বন্ধু পরিচয় দিয়ে বলেন, সাব্বির হোসেন অসুস্থ্য, এ মহুর্তে কথা বলতে পারছেন না। বিধায় তাঁর কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান বলেন, স্বেচ্ছাসেবকদল নেতা সাব্বির হোসেনের গাড়ি ভাঙচুর বা আগুন দেওয়ার সাথে তার কোন সর্ম্পৃক্ততা নেই বলে দাবী করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের প্রাইভেটকারে আগুন লাগার ঘটনায় শহরে থমথমে অবস্থা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি রেকারের সাহায্যে পুলিশ লাইনে সরিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দ পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ