Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. লাইফস্টাইল
  7. স্বাস্থ্য
  8. ধর্ম ও জীবন
  9. আলোচিত খবর

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

মইন মৃধা ও সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছিলেন আবেদ আলী মন্ডল (৬৩)। নিজে নিজেই অক্সিজেন নেওয়ার চেষ্টা করছিলেন। এক-দুই মিনিট নেওয়ার পর আবার নিজ থেকে বন্ধ করছেন। কোনভাবেই যেন নিজেকে সামলাতে পারছেন না। পাশে ৭ বয়সী নাতির নির্বাক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখা ছাড়া করার যেন কিছুই নেই। সোমবার রাত ৯টার দিকে এমনই দৃশ্য দেখা যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে।

আবেদ আলী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা। কয়েক বছর ধরে ফুসফুস ছিদ্র হওয়া সহ শ্বাসকষ্টে ভূগছেন। চিকিৎসা করাতে নিজের সামান্যটুকো জমি ও ভিটে বাড়ি বিক্রি করেছেন। এখন গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারী পাড়ার একজনের পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘরে স্ত্রী আখি বেগমও দীর্ঘদিন ধরে অসুস্থ্য। একমাত্র ছেলে আশিক মন্ডল জেলার পাংশা উপজেলায় শ্রমজীবী হিসেবে কষ্টে দিন পার করছেন। দুই মেয়েকে অন্যত্র বিয়ে দিলেও তাদেরও আর্থিক অনটনে দিন কাটছে। এমন অবস্থায় আবেদ আলীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে সহমর্মীতার ঈদ কর্মসূচি পালন করতে গিয়ে সন্ধান পান আবেদ আলীর। সোমবার রাতেই হাসাতালে ছুটে যান বন্ধুসভার সদস্যরা। আবেদ আলীর চিকিৎসার খোঁজ খবর নেন তারা। তাৎক্ষনিকভাবে চিকিৎসার দায়িত্বভার নেন এবং আবেদ আলীর হাতে তুলে দেন নগদ অর্থ দুই হাজার পাঁচশ টাকা। এ সময় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফ ইসলাম, প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সহ-সভাপতি মইনুল হক মৃধা, সাবেক সাধারণ সম্পাদক সফিক মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

আবেদ আলীর স্ত্রী আখি বেগম বলেন, নিজের প্রায় সাড়ে পাঁচ শতাংশ জমি ছিল। নিজের এবং স্বামীর চিকিৎসা করাতে বিভিন্ন ব্যক্তির থেকে সুদে ধার নেন, এনজিও থেকে ঋন নেন। এসব টাকা পরিশোধ করতে এবং চিকিৎসা করাতে শেষ সম্বল ভিটেটুকো আড়াই লাখ টাকায় বিক্রি করেন। এখন অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে আছেন। এখনো অনেক টাকা দেনা আছেন। স্বামীর চিকিৎসা, পাওনাদারের চাপ এবং সংসার কিভাবে চলবে সেই চিন্তায় দিন দিন আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ ইসলাম বলেন, ১৮ মার্চ সকালে আবেদ আলী হাসপাতালে ভর্তি হন। তাঁর সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলো ফুসফুসের তীব্র প্রদাহজনিত রোগ হয়েছে। যার ফলে ফুসফুসে ঠিকমতো বায়ু পরিবাহিত হতে পারে না। সারা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। মাঝে মধ্যে এ রোগটির উপসর্গ বেড়ে যায়। এই রোগটি কখনও পুরোপুরি সেরে যায় না। এ জন্য অনেক ব্যায় বহুল চিকিৎসার প্রয়োজন। কিন্তু তার সেই সামর্থ্য বা লোকবল নেই। আমরা হাসপাতাল থেকে সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি। দিন দিন তার স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে। ভালো চিকিৎসা করাতে না পারলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। বন্ধুসভার সদস্যরা তাৎক্ষনিকভাবে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।

গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী বলেন, সহমর্মীতার ঈদের কর্মসূচি বাস্তবায়নে অসহায় মানুষকে খুঁজতে গিয়ে প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি আবেদ আলীর সন্ধান পান। তাৎক্ষনিক প্রতিনিধিসহ আমরা হাসপাতালে ছুটে যাই। আমাদের সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছি। আশ্বস্থ্য করেছে চিকিৎসার খোঁজ খবর রাখবো। চিকিৎসা করাতে যে অর্থের প্রয়োজন এত টাকার যোগান আমাদের পক্ষে দেয়া কষ্টসাধ্য। তাই আবেদ আলীর চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা