• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২১

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১, আ.লীগের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মন্ডলকে (৪৫) কুপিয়ে জখমের সাথে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোরে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে পৌর আ.লীগের প্রচার সম্পাদক লিয়াকত হোসেনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করে। তিনি সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

এদিকে শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আ.লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে। সম্মেলনে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য তুলে ধরেন। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমানের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস হোসেন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ঘটনার সাথে একটি পক্ষকে দায়ী করেন। আব্দুর রহমানকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর সহ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে কেউ যেন প্রকৃত অপরাধীকে আড়ালের চেষ্টা না করেন সেদিকে নজর দিতে পুলিশের প্রতি অনুরোধ জানান।

এর আগে বিকেলে আব্দুর রহমানের আপন চাচাতো ভাই আরিফ মন্ডল বাদী হয়ে ১৬ জনকে চিহিৃত ও অজ্ঞাত আরো ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। লিয়াকত হোসেন ওই মামলার এজাহারভুক্ত ৬নম্বর আসামী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার (১৯ মার্চ) উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় সভা শেষে রাত সাড়ে ৮ টার দিকে আব্দুর রহমান বের হন। বাজার থেকে ওষুধপত্র কিনে ভাগ্নে কাওছারের মোটরসাইকেলে করে দৌলতদিয়া বেপারী পাড়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। রাত ৯টার দিকে পৌরসভার ৫নম্বন ওয়ার্ড ঘোনা পাড়া তিন রাস্তার মাথায় পৌছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালায়। তাঁকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। প্রাণ বাচাতে তিনি রাস্তার ধারে দৌড় দিলে দুর্বৃত্তরা পিছনে ধাওয়া করে মাটিতে ফেলে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর চিৎকারে স্থানীয় নারী-পুরুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তদের কেউ চিনতে পারেনি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর