Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে স্ত্রীকে দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ মার্চ ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ স্ত্রীকে আগায় দিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী জাহিদুল সরদার। পথে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মারা যান স্বামী জাহিদুল সরদার (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের গাজীপাড়ার রুস্তুম সরদারের ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল সরদার গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের একজন শ্রমিক। তাঁর স্ত্রী ফরিদপুরের শিবরামপুর এলাকার মামুন গ্রুপে চাকুরি করেন। শুক্রবার রাত ১০টা থেকে স্ত্রীর কাজে যোগদানের কথা। সময় হওয়ায় স্ত্রীকে বাসে তুলে দিয়ে জাহিদুল বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে খানখানাপুর ছোটব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দৌলতদিয়া ঘাটগামী দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জাহিদুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী গাজী পাড়ার রসু গাজী বলেন, সাপ্তাহিক কর্মবন্টরে সুচি অনুযায়ী শুক্রবার রাত ১০টা থেকে জাহিদুলের স্ত্রীর ডিউটি শুরু। স্ত্রীকে বাসে তুলে দিয়ে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান জাহিদ। আজ শনিবার সকাল ১০টায় খানখানাপুর গাজী পাড়া স্কুল মাঠে এবং বেলা সাড়ে ১১টায় দৌলতদিয়া খানকা শরীফে দ্বিতীয় জানাযা মেষে পারিবারিক কবরস্থানে জাহিদের লাশ দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের আরেক শ্রমিক, জাহিদুলের সহকর্মী আব্দুল মাজেদ বলেন, শুক্রবার জাহিদুলের সাপ্তাহিক ছুটি থাকায় কর্মস্থলে আসেননি। তার স্ত্রী ফরিদপুরের মামুন গ্রুপে চাকুরি করায় স্ত্রীকে বাসে তুলে দিয়ে জাহিদুল বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান জাহিদ।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে স্থানীয়দের ভাষ্যমতে, জাহিদুল বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহিদুল সহ মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। মোটরসাইকেল আরোহীরা ফরিদপুরের দিকে চলে যায়। স্থানীয় লোকজন জাহিদকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা