Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

নারী আইনজীবীর কাছে চাঁদা দাবির অভিযোগে রাজবাড়ীতে দারোগা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ মার্চ ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতারণায় মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছেন এক নারী আইনজীবী। এগার মাস পর মঙ্গলবার রাজবাড়ী সদর আমলী আদালতে মামলা করেন আইনজীবী মুক্তা পারভীন। আদালত মামলাটি গ্রহণপূর্বক অনুসন্ধানের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

আসামীরা হলেন, রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার সাবেক এসআই মো. মাহফুজুর রহমান, রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের শেখ আব্দুল্লাহ, লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের বাসিন্দা ও রাজশাহী শাহমখদুম থানার শাহমখদুম এলাকার বাসিন্দা জাহিদ উল আলম, রাজশাহীর রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের রোমান ইসলাম ও মো. ছালাম।

এর আগে ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানী ও ৩০ লাখ টাকা চাঁদার দাবীতে স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণের অভিযোগে মুক্ত পারভীন ১৩ জানুয়ারি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে এসআই মাহফুজু সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ মফিজুর রহমান রাজবাড়ী সদর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিলে ১৭ জানুয়ারি মামলাটি এফআইআর হিসেবে রেকর্ডভুক্ত হয়।

মঙ্গলবার (৩ মার্চ) আদালতে দায়েরকৃত মামলার অভিযোগে প্রকাশ, ২০২৪ সালের ১ এপ্রিল বেলা আড়াইটার দিকে রাজবাড়ী জেলা পরিষদ ডাক বাংলোর সামনে ট্রাফিক আইল্যান্ডের নিকট অভিযুক্ত আসামী এসআই মাহফুজ একটি সৃজিত মামলায় ওই নারী আইনজীবীকে গ্রেপ্তার করেন। ওইদিন রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে (২ এপ্রিল) নারী আইনজীবিকে নিয়ে এসআই মাহফুজ রাজশাহীর বোয়ালিয়া থানায় পৌঁছানোর পর একটি কক্ষে তাকে আটক রাখেন। তাকে আদালতে পাঠানো হলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এসআই মাহফুজ ২০২৪ সালের ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রিমান্ডে এনে নারী আইনজীবীকে শারীরিক, মানসিক নির্যাতন করেন। সাধারণ লোক রিমান্ড কক্ষে উপস্থিত না থাকার আইনুনানুগ সুযোগ না থাকা সত্ত্বেও এসআই মাহফুজ অন্যায়ভাবে রিমান্ডে নিয়ে রিমান্ডের কক্ষে শেখ আব্দুল্লাহ, জাহিদ উল আলম, রোমান ইসলাম ও মো. ছালামকে রাখেন।

অভিযোগ রয়েছে, আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক, মানসিক নির্যাতন করে ভিডিওচিত্র, স্থিরচিত্র ধারণ করে। রিমান্ড চলাকালীন সময় থানা হাজতে আটকে এসআই মাহফুজসহ অন্যরা ১০০টাকা মূল্যের তিনটি নন জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তার নিকট ৩০ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

আইনজীবী মুক্তা পারভীন বলেন, ১৩ জানুয়ারি আদালতে মামলা দায়েরের পর ১৭ জানুয়ারি সদর থানায় রেকর্ডভুক্ত হয়। মামলা দায়েরের প্রায় দুই মাস হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। আসামীরা দিব্বি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। নানাভাবে আমাকে হয়রানী করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় ওয়ারি ডিভিশনে কর্মরত এসআই মাহফুজুর রহমান বলেন, মুক্ত পারভীন নিজে ম্যাজিষ্ট্রেট, স্বামী তৌহিদুল ইসলাম শুভ ডিজিএফআইএর মেজর, শ্বশুর মোয়াজ্জেম হোসেন বিজিবির ব্রিগেডিয়ারসহ পরিচয় দিয়ে রেলওয়ে, পুলিশ ও সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে ৭০-৮০জনের কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নেন। তাদের বিরুদ্ধে রাজবাড়ী, সিলেট, রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে প্রতারণা মামলা রয়েছে।

তিনি বলেন, রাজশাহীর বোয়ালিয়া থানায় তিনটি প্রতারণা মামলা রয়েছে। তদন্তকারী কর্মকর্তা থাকাকালীন তিনি পাওনাদারদের সঙ্গে আপোসের প্রস্তাব দেন। নারী আইনজীবী নিজ থেকে তার ব্যক্তিগত গাড়িটি পাওনাদার দিয়ে মেটানোর চেষ্টা করেন। অথচ তিনি নানাভাবে মিথ্যা অভিযোগ হয়রানি করে আসছে। ভালো করে তদন্ত হলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন।

রাজবাড়ী জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডবোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, মঙ্গলবার মামলার প্রেক্ষিতে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ আহম্মেদ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজবাড়ী কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা