Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. সাহিত্য ও সংস্কৃতি

রাজবাড়ীতে উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিতঃ সভাপতি শংকর-সম্পাদক এজাজ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন শনিবার জেলা শহরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গতি পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বাদশ সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর কেন্দীয় সংসদের সহ-সভাপাতি অধ্যাপক আব্দুল মোতালেব। উদ্বোধনের পর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদীচী কার্যালয় থেকে বের হয়ে রেলগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রফেসর শংকর চন্দ্র সিনহা’র সভাপাতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সঙ্গীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন ও মহিলা পরিষদের সাবেক সভাপতি সমিতা চন্দ্র ভৌমী।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুস ছামাদ মিয়া, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান, সদস্য ধীরেন্দ্র নাথ দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ, সদস্য ফকির শাহাদত হোসেন, নেহাল আহমেদ ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী। সম্মেলন সঞ্চালনা করেন সদস্য সচিব মো. ইকবাল হোসেন। এসময় অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব বলেন, উদীচী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। গণমানুষের সংগঠন। একটি আদর্শ সংগঠন। গণমানুষের ভেতর থেকে আমরা সদস্য খুঁজি। এই সংগঠন গণমানুষের সংস্কৃতি চর্চা করে। আজ পর্যন্ত যত সংগ্রাম হয়েছে প্রতিটি সংগ্রামে উদীচী পাশে ছিল। উদীচীর জন্মলগ্ন থেকে অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ্য সংস্কৃতি চর্চা করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা।

বিকেলে দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে প্রফেসর শংকর চন্দ্র সিনহা এবং সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক এজাজ আহমেদ এরনাম ঘোষণা করেন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আজিজুল হাসান খোকা, কাজী শামসুল ইসলাম, কবিতা চন্দ্র গুহ, ফকির শাহাদত হোসেন, এ্যাড. বাবন চক্রবর্তী, ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু, গৌতম কুমার বস, কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য মো. আব্দুল জব্বার, ধীরেন্দ্র নাথ দাস, সোমা কর্মকার, উত্তম দাস, কনা রাণী দাস, আব্দুল হালিম বাবু, সদস্য ডা. সুনীল কুমার বিশ্বাস, আঃ রহমান খান, আওয়াল মোল্লা, শর্মী সরকার, মলীনা পারভীন, আফরোজা নাহার ডলি, তুহিন চৌধুরী, গৌতম সরকার, ফয়সাল শেখ, ফিরোজা খাতুন। এছাড়া আরো দুইজন সদস্যকে পরবর্থীতে কো-অপ্ট করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাংবাদিক ইমরান মনিমের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার নেই

রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী হাজতির মৃত্যু

গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ২৮ ঘন্টা পর বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ২৪৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ৫

পাংশায় লিফলেট বিতরণের অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে মাটি কাটা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সাবেক আইজিপি বেনজিরের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে পুলিশ এ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ

গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাংশায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট, আহত ৭

রাজবাড়ীতে ভ্যানচালক নির্যাতন নিয়ে আইনজীবী সমিতি ‘তিনি একজন ভালো ম্যাজিস্ট্রেট’

পাংশায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দার গ্রেপ্তার