Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী ও গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত দুটি এবং গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে গোয়ালন্দ ঘাট থানায় মঙ্গলবার রাতে প্রথমবারের মতো বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামী গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য ইউনুস মোল্লাকে (৫০) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আগে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ (৪৫), সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়া (৪০) ও রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জিসান খানের দায়েরকৃত মামলায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে এবং একই ঘটনায় ২ অক্টোবর সদর উপজেলার খানখানাপুরের শাহিন ফকিরের দায়েরকৃত মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ৪ আগষ্ট রাজবাড়ী শহরের টিএনটি পাড়া এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৬ আগষ্ট সদর থানায় কলেজ শিক্ষার্থী উৎস সরকারের দায়েরকৃত মামলায় সদর উপজেলার বানীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে সোমবার দিবাগত গভীররাতে বিভিন্ন এলাকা থেকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজবাড়ী শহরের বড়পুল ও গোয়ালন্দ মোড় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় উল্লেখিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে ৪ আগষ্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা(নং-১০) দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলসহ আ.লীগের ৫৯ জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়। গোয়ালন্দ ঘাট থানায় প্রথম বারের মতো বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী উপজেলার অন্তারমোড় এলাকার শরিফুল ইসলাম উল্লেখ করেন, যৌক্তিক দাবী নিয়ে শিক্ষার্থীরা ৪ আগষ্ট গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে আন্দোলন করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে রেলগেট এলাকায় পৌছলে এজাহারভুক্ত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের কেউ হামলাকারীদের বাধায় হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত ৬নম্বর আসামী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য মো. ইউনুস মোল্লাকে গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিতঃ সভাপতি শংকর-সম্পাদক এজাজ

আইনজীবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৯ মাস পর এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

দেশে ফিরে দেখলেন আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রীর লাশ; ‘পরকিয়ার বলি গৃহবধূ’

রাজবাড়ীতে শেষ হলো তিনদিন ব্যাপী কৃষি মেলা

সাড়ে ৮বছর পর বিদেশ থেকে ফিরে দেখেন ঘরের আড়ার সাথে ঝুলছে স্ত্রীর লাশ

রাজবাড়ীতে আইফোনের বিজ্ঞাপন দেখিয়ে পৌনে তিন লাখ টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার

রাজবাড়ীতে বিএনপির জনসভাঃ আ.লীগের ছেলেদের মায়ের কোলে থাকার অনুরোধ

ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের বিশিষ্ট চার আলেম

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ‍্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল

খানখানাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে অজ্ঞাত নারী যাত্রী নিখোঁজ