oplus_0
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে চার হাজার কৃষককে প্রণোদনা হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরবরাহকৃত তিন ধরনের পেঁয়াজবীজ না গজানোয় মহাবিপাকে পড়েন কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে ফের প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজবীজ দেয়া হয়। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে পেঁয়াজবীজ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে জেলার পাঁচটি উপজেলার চার হাজার কৃষকের মাঝে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিএডিসি থেকে বিনামূল্যে তিন ধরনের পেঁয়াজবীজ সরবরাহ করা হয়। এর মধ্যে ৫০০ জনকে বারি-১, এক হাজার কৃষককে বারি-৪ এবং ২৫০০ কৃষককে তাহেরপুরি জাতের বীজ রয়েছে। তিন সপ্তাহ পরও না গজানোয় কৃষকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে প্রাথমিক তদন্তে সত্যতা উঠে আসলে ২ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে সার ও বীজ মনিটরিং কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় বিএডিসির এমন কর্মকা-ে ‘দায়িত্বহীন’ বলে আখ্যা দেন কমিটির সদস্যরা। ক্ষতিপূরণের দাবিতে ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক তদন্তে ৩ হাজার ৭২৫জন কৃষক ক্ষতিগ্রস্তের প্রমাণ মেলে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কৃষি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, বিএডিসির চেয়ারম্যানসহ উর্দ্বোতন কর্মকর্তাদের অবগত করাসহ দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ নিয়ে জেলা একাধিক তদন্ত কমিটি গঠিত হয়। উর্দ্বোতন কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে কৃষকদের দ্রুত প্রণোদনা হিসেবে অন্য কোম্পানীর পেঁয়াজবীজ সরবরাহের সিদ্ধান্ত হয়।
তারই অংশ হিসেবে রোববার (৮ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ২০০জন কৃষককে লাল তীর সীড লিমিটেড এর পেঁয়াজবীজ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।
পেঁয়াজবীজ হাতে পেয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের কৃষক সুরুজ গাজী বলেন, গত ১৩ নভেম্বর এক কেজি বিএডিসির বারি-১ জাতের পেঁয়াজবীজ পাই। ১৪ শতাংশ জমিতে বপনের ২০-২২দিন পরও না গজানোয় দুশ্চিন্তায় পড়ি। পরে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু আমারই না এই বীজ যারা নিয়েছেন প্রত্যেকের এমন পরিস্থিতি হয়েছে।
কৃষক জাকির হোসেন বলেন, দেরিতে হলেও আমাদের দ্রুত বীজের ব্যবস্থা করে দেওয়ায় উপকার হয়েছে। আশা করি দ্রুত বপন করে পেঁয়াজ সময় মতো ঘরে তুলতে পারবো। তবে টিএসপি সারের খুব সঙ্কট রয়েছে। বাজারে কোথাও পাওয়া গেলে দাম অনেক বেশি নেয়া হচ্ছে। তাই আমাদের সারের যোগানের ব্যবস্থা করে দিতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, সম্পূর্ণ বীজ না পাওয়ায় সদর উপজেলার ২০০ কৃষকের মধ্য দিয়ে দ্বিতীয় দফা প্রণোদনার বীজ বিতরণ শুরু করেছি। একই সাথে জেলার বালিয়াকান্দি, পাংশা এবং কালুখালীতে বিতরণ করা হচ্ছে। এই সপ্তাহের মধ্যে জেলার সকল কৃষককে দেয়া সম্ভব হবে। টিএসপি সার সঙ্কট থাকায় বিকল্প হিসেবে ডিওপি সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এমন সমস্যার কথা জানার পর তাৎক্ষনিক কৃষি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, বিএডিসির চেয়ারম্যানসহ সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সঙ্কট নিরসনের চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৭২৫জন কৃষককে বীজ দেওয়া হচ্ছে। এই সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত সকলকে পেঁয়াজবীজ বিতরণ সম্পন্ন করা হবে। টিএসপি সার সঙ্কটের বিষয়টিও গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে।