• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪

রাজবাড়ীতে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার কোমড়পাড়া গ্রামে বাড়ির কাছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আছিয়া বেগম (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গৃহবধু আছিয়া বেগম সদর উপজেলার কোমরপাড়া গ্রামের মো. রবিউল সরদারের স্ত্রী। উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরনপুর গ্রামের মৃত দুদু গাজীর মেয়ে।

নিহত গৃহবধুর বড় ভাই রহিম গাজী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বোন আছিয়া বেগম তাঁর স্বামী রবিউল সরদারের কোমরপাড়া বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের সবাই খোঁজ করতে থাকে। পরে আছিয়ার একমাত্র ছেলে আকাশ সরদার মায়ের খোঁজ করতে পুকুর পাড়ে যায়। এসময় কাপড়ের আচল ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে রবিউল সরদার সহ পরিবারের লোকজন পুকুরে তল্লাশি করে আছিয়া বেগমের মৃত দেহ উদ্ধার করে। পরিবারের ধারণা আছিয়া বেগম মৃহী রোগে আক্রান্ত ছিল। পুকুরে গোসল করার সময় অসাবধানতাবশত মৃগী রোগ বেড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গৃহবধুর লাশ তাঁর স্বামীর বাড়িতেই রয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর