• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনলাইন ডেস্ক

মাইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য রাজবাড়ী গোয়ালন্দে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া বাস টার্মিনালে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় আগুন থেকে রক্ষায় বিভিন্ন কলা কৌশল শেখানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাইদ মন্ডল, গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর টিম লিডার মো. সাবেকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল মোল্যা প্রমুখ। এ সময় দৌলতদিয়া ট্রাক টার্মিনালে নানা শ্রেনী পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর