Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের আজাদী ময়দানে ও ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, পৌরসবার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা সহকারী বন কর্মকর্তা মোস্তফা আল হুসাইন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর মোশারফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম। অনুষ্ঠান শেষে সকলের মাঝে গাছের চাড়া বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। এবার টানা ৩৬ দিন প্রচন্ড তাপদাহ ছিলো। এর কারণ প্রকৃতি, এ প্রকৃতির বিষয়ে আমরা সবচেয়ে বেশি উদাসীন। আমাদের সমৃদ্ধির জন্য, ব্যক্তি স্বার্থের প্রয়োজনে বন উজার করেছি, নদী-নালা খাল-বিল ভরাট করেছি। চিন্তা করিনি প্রকৃতিকে তার মতো করে থাকতে দিতে হবে। আইন রয়েছে, আমরা আইন বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু সকলকে সচেতন হতে হবে, সচেতনতা ছাড়া এ প্রকৃতিকে রক্ষা করা যাবে না।

তিনি বলেন, এখন বর্ষাকাল আমাদের গাছ লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগাতে বলে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো ধানের নাম জানেন, আমরা হয়ত অতগুলোর নাম জানিনা। আমাদের তাঁকে অনুসরণ করতে হবে। প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমাদের যেমন গাছ লাগাতে হবে, তেমন গাছের পরিচর্যা করতে হবে। মেলায় জেলার বিভিন্ন নার্সারির ১৫টি স্টল থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা