Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর

রাজবাড়ীতে সাংবাদিকদের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ সেমিনার

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জুন ২০২৪, ৬:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. কামরুল হাসান মারুফ। সেমিনারে আলোচকরা বলেন, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি কর্মীরাও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের নেত্রী, জাতির পিতার কন্যা।তিনি প্রত্যেক মানুষ নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আমাদের দেশের কোন মানুষ যেনো পেছনে পড়ে না থাকে এটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। এজন্য তিনি পেনশন স্কিম শুরু করেছেন। যার মধ্যে একসময় আমরাও আসবো। এরমধ্যে দিয়ে একই প্যাটানে একই রকমভাবে সার্বজনীন পেনশন চলবে। একজন মানুষের ৬০ বছর বয়স হয়ে গেলে যখন তার আয় উপার্জন কমে যাবে বা থাকবে না, তখন সে তার সন্তান কিংবা অন্যকারো মুখাপেক্ষী না হয়। পেনশন স্কিম দিয়ে নিজেরটা দিয়ে নিজে চলতে পারে এবং ভরনপোষণ চালাতে পারে সেই চিন্তা করে রাষ্ট্র এই পেনশন স্কিম চালু করেছে। আমরা এ বিষয়ে নিজেরাও জানার চেষ্টা করি এবং অন্যকেও এ বিষয়ে সম্পৃক্ত করবো।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা