filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 38;
নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত উপ-নির্বাচনে মো. হাবিবুর রহমান হবি উটপাখি প্রতীকে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গোবিন্দ দত্ত পাঞ্জাবি প্রতীকে ৪৫৬ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ১৮৮।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুস সালাম সিদ্দিকী জানান, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ইভিএম পদ্ধতিতে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ২ হাজার ৫৯৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১০০ ভোটার ভোট প্রদান করেন। উল্লেখ্য, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর গোবিন্দ কুন্ডুর মৃত্যু জনিত কারণে পদটি শূন্য হয়।