• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২৪

সাত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সাত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ যাচাই বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করা হয়েছে।

সাত ক্যাটাগরির মধ্যে রয়েছে, গোয়ালন্দ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজের ভুগোল বিভাগের প্রভাষক রাহিমা খাতুন, শ্রেষ্ঠ শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী নন্দি আক্তার, শ্রেষ্ঠ রোভার শিক্ষক অত্র কলেজের অশোক কুমার দাস, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী আরমান আহমেদ এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ স্কাউট গ্রুপ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, গত ৩০ এপ্রিল উপজেলা যাচাই বাছাই কমিটি বাছাই শেষে ৩ মে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকা প্রেরণ করে। ৫ মে সেখান থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর