• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩

আইজি ব্যাজ পেলেন রাজবাড়ীর পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি ব্যাজ)” পেলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা পুলিশের কার্যালয়।

জানা যায়, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ৫ জানুয়ারি তাকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

এম এম শাকিলুজ্জামান রাজবাড়ী জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ সপ্তাহ ২০২৩ এ রাজবাড়ী জেলার পুলিশ সুপার সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে “গ” ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করেছেন। এছাড়াও তিনি মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডার এর রহস্য উদঘাটন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরুপ তিনি পেলেন আইজি ব্যাজ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর