ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার উদ্যোগে শনিবার মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আরো সম্প্রীতি এই স্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে থানা চত্বরে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি। এ সসয় আরো উপস্থিত ছিলেন থানার অপারেশন অফিসার এস.আই মো. জাকির হোসেন, এস.আই ফরহাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা করেন। “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এবং “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে আলোচনা অনুষ্ঠান শেষ করা হয়।