• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ নোয়াখালীর ইসকন মন্দির সহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ীর ইসকন মন্দির কমিটি। সোমবার সকালে রাজবাড়ী ইসকন মন্দির কমিটির আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বলেন, আমরা মুসলমানদের ধর্ম কে সম্মান করি। মিথ্যা অভিযোগে আমাদের উপর অত্যাচার কেন করা হয়। আমাদের কোন নিরাপত্তা নাই। আমরা কোথায় যাবো। মৌলবাদী সন্ত্রাসিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃটান্তমুলক শাস্তি চাই।

হিন্দু খৃষ্টান বৌদ্ধ পরিষদের সভাপতি গনেশ নারায়ণ চৌধুরী বলেন, যাদের সাথে আমরা একটা সিঙ্গারা ভাগ করে খাই। একসাথে উঠাবসা করি। সামাজিক অনুষ্ঠানে চলাফেরা করি, তারা কেমন করে আমাদের ঘরে আগুন দেয়। কেমন করে আমার মা বোনের হত্যা করে ধর্ষন করে। যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই দেশ দেখতে চাই। আমরা এর প্রতিকার চাই। ইস্কন মন্দিরের অধ্যক্ষ শান্ত নিবাস দাস বলেন, সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে হবে, সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। তা না হলে এই দেশে কোন সংখ্যালঘু বেচে থাকতে পারবে না।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে আয়োজকেরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী হিন্দু খৃষ্টান বৌদ্ধ পরিষদের সম্পাদক গনেশ মিত্র, প্রচার সম্পাদক শ্যামল পোদ্দার, ইস্কনের সম্পাদক সুশান্ত বিশ্বাস প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর