নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেল প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত খনযন্ত্রের মালিককে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে। খননযন্ত্রের মালিক দেবগ্রাম ইউনিয়নের মো. মিনু সরদার (৪০)। দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে নদী থেকে স্যালো ইঞ্জিন চালিত খননযন্ত্রের সাহায্যে বালু-মাটি উত্তোলন করে আসছিল।
স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ী মিনু সরদার সরকারী দলের সহযোগি সংগঠন যুবলীগের সাথে সম্পৃক্ত। সরকারের দলের প্রভাব এবং স্ত্রী দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় সংরক্ষিত নারী সদস্য হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি স্যালো ইঞ্জিন চালিত খনন যন্ত্রের সাহায্যে বালু-মাটি উত্তোলন করে আসছে। এসব বালু-মাটি তিনি বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
বেশ কিছুদিন ধরে দেবগ্রাম ইউনিয়নের তেনপচা গ্রামের মো. সোহরাব সরদারের ছেলে মিনু সরদার স্যালো ইঞ্জিন চালিত খনন যন্ত্রের সাহায্যে নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় গভীর গর্ত হয়ে পাশের কৃষি জমি বিলীন হয়। এ নিয়ে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের কাছেও অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৬ আগষ্ট) সন্ধ্যার আগ মুহুতে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম সেখানে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খননযন্ত্র চালু অবস্থায় আটক করে। পরে অপরাধ স্বীকার করায় খননযন্ত্রের মালিক মিনু সরদারকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি উত্তোলন করে বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বেশ কিছুদিন ধরে মিনু সরদার মাটি উত্তোলন করে ব্যবসা করে আসছিল এমন অভিযোগ পাওয়ার পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে খননযন্ত্রটি জব্দ করা হয়। একই সাথে অপরাধ স্বীকার করায় মিনু সরদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সরকারি এই কর্মকর্তা।