
ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ী. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৫ আগষ্ট) রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও দুস্থ্যদের মাঝে ভ্যান বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভ্যান বিতরণ করেন।
রোববার (১৫ আগষ্ট) দুপুরে রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্বরে আয়োজতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মো. ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন সহ উর্দ্বোতন কর্মকর্তা গন। পরে হত দরিদ্রদের মধ্যে কর্মসৃজনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িতক মুজিব বর্ষে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণের অংশ হিসেবে ভ্যান বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, এটি একটি চলমান কার্যক্রমের অংশ। মুজিব বর্ষ উপলক্ষে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।