• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ৩১ জুলাই, ২০২১

পদ্মার ১৯ কেজির পাঙ্গাশ, বিক্রি হলো ২৬ হাজার ৬০০ টাকায়

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ার ভাটিতে জেলেদের জালে ১৯ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীয় ১৩০০ টাকা কেজি দরে কিনে গাজীপুরের এক বড় ব্যবসায়ীর কাছে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন। মাছ শিকারী পাবনার জেলে কালিপদ হালদার।

স্থানীয়রা জানান, পাবনার সাথিয়া উপজেলার নাকাইলা এলাকার জেলে কালিপদ হালদার শনিবার ভোররাতের দিকে বাহির চর দৌলতদিয়ার শেষ সীমানা এবং মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জাল ফেলে তোলার সময় বড় ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তোলার পর দেখেন বড় এক পাঙ্গাশ। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে বিক্রি করেন। প্রকাশ্য নিলামে মাছটি কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী শাহজাহান শেখ।

শাহজাহান শেখ জানান, শনিবার ভোররাতের দিকে পদ্মা নদীর মোহনায় জেলে কালিপদ হালদারের জালে এই বড় পাঙ্গাশ মাছটি উঠে। মাছটি দৌলতদিয়ার বিকল্প সড়কের মাথায় মাছ বাজারে বিক্রির জন্য আনলে ওজন দিয়ে দেখেন প্রায় ১৯ কেজি। প্রকাশ্য নিলামে ডাক তুললে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৩০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকায় কিনেন। মাছটি ফেরি ঘাটে। পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখেন। এসময় ঘাট দিয়ে রাজধানীগামি অনেক যাত্রী মাছটি দেখতে ভিড় করেন। ফেরি ঘাট দিয়ে গাজীপুর গামী ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার সময় এক বড় ব্যবসায়ীর কাছে ১৪০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

এর আগে গত বুধবার ভোরে বাহির চর দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে পরান হালদারের জালে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ পাওয়া যায়। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা, লাল চাঁদ খা ও মজিবর খা যৌথভাবে ১৪৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৭০০ টাকায় কিনেন।

উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ার সময় আর বাড়ার সময় মোহনায় এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ে। পাঙ্গাশ ছাড়াও কাতল, বাগাড়, বোয়ালের মতো সুস্বাদু মাছ মাঝে মধ্যেই ধরা পড়ে। যা এ অঞ্চলের মানুষের জন্য আর্শিবাদ। তবে অতিরিক্ত দামের কারণে অনেকেই তার স্বাদ নিতে পারেন না।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর