রাকিবুল হক, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীর এক পাঙ্গাশ মাছ বিক্রি হলো ৩৯ হাজার টাকায়। পাঙ্গাশ মাছটি বুধবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ভাটি এলাকায় পাওয়া যায়। মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে পরান হালদারের জালে এত বড় পাঙ্গাশ মাছটি ধরা পড়ে।
মাছটি পাওয়ার পর জেলে পরান হালদার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকে। এসময় তাদের কথা মতো জেলে মাছটি ফেরি ঘাটে নিয়ে আসলে উম্মুক্ত নিলামে মাছের দাম হাঁকা হয়। এ সময় মাছটি ওজন দিয়ে তারা দেখতে পান প্রায় ২৬ কেজি হয়েছে। এত বড় পাঙ্গাশ এই মৌসুমে দৌলতদিয়া ঘাট এলাকায় এবারই প্রথম বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা দাবী করেন। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা, লাল চাঁদ খা ও মজিবর খা যৌথভাবে ১৪৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৭০০ টাকায় কিনে নেন। মাছটি কেনার পর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখা হয়। এসময় ফেরি ঘাট দিয়ে যাতায়াতকারী অনেকে দেখতে ভিড় করেন।
মাসুদ মোল্লা ও চাঁদ আলী খা বলেন, আজ সকালে বেশ কিছুদিন পর হঠাৎ বড় একটি পাঙ্গাশ মাছ জেলেদের জালে ধরা পড়ার খবর পেয়ে দ্রুত ছুটে আসি ফেরি ঘাটে। পরে মাছটি দেখার পর ফেরি ঘাটেই প্রকাশ্য নিলামে দর হাঁকা হলে আমরা সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৪৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেই। মাছটি পাওয়ায় জেলেদের সাথে আমরা খুশি। তারা উভয় দাবী করেন, এই মৌসুমে এতবড় পাঙ্গাশ পাওয়া যায়নি। মাঝে এর কাছাকাছি ওজনের একটি পাঙ্গাশ পাওয়া গেলেও এ অঞ্চলে ছিল না। অন্যত্র থেকে মাছ এখানে এনে বিক্রি করা হয়। ঢাকার এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে ১৫০০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় বিক্রি করি। মাছটি একটি কার্টুনে ভরে মোটরসাইকেল যোগে দুপুর ১২ টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মাঝে মধ্যে এ ধরনের বড় বড় কাতল, পাঙ্গাশ, বাগাড়, বোয়াল মাছ ধরা পড়ছে। তবে ২৬ কেজির মতো এতবড় পাঙ্গাশ খুব একটা দেখা যায় না। পদ্মা নদীর এতবড় সুস্বাদু মাছ সবার কাছে সমাদৃত। তবে এ ধরনের বড় বড় মাছ অভয় আশ্রমের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করতে পারলে এ অঞ্চলের মানুষজন আরো অনকে বড় এবং ভালো মাছের দেখা পেত।