• ঢাকা
  • মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ১৮ জুলাই, ২০২১

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনোর মৃত্যু

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনো (৭২) শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ বাজারের নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাইহী রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্খি, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিল রোগে ভূগছিলেন। শনিবার বিকেল ৬টায় গোয়ালন্দ বাজার শহিদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে নামাজে জানাযা শেষে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর জানাযা নামাজে কয়েক হাজার মুসল্লি শরিক হন। তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর