Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর ওপর বর্বর নির্যাতনের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ জুন ২০২১, ৭:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির রেহেনা বেগম (৪৪) নামের এক বাড়িওয়ালীর ওপর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। যৌনকর্মীদের নিজস্ব সংগঠন ‘অসহায় নারী ঐক্য সমিতি’র সভাপতি ঝুমুর বেগম এবং তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে ঝুমুর বেগমের দাবী, সর্ম্পকের অবনতি হওয়ায় তার কথিত স্বামী আব্দুল মাজেদ নির্যাতন চালিয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেহেনা বেগম বুধবার দুপুরে তার শরীরের জখমের চিহৃ দেখিয়ে বলেন, গত রোববার (১৩ জুন) রাত ৯টার দিকে ঝুমুর বেগমের লোকজন এসে নেত্রী ডাকছে বলে তাকে জোরপূর্বক নিয়ে যায়। তাদের সমিতির কার্যালয়ে নিয়ে ঝুমুর বেগমের স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জলিল ফকীরের সাথে অবৈধ সম্পর্ক আছে কি না জানতে চায়। এ নিয়ে জলিল ফকিরের মুখোমুখী করলে উভয় সর্ম্পক অস্বীকার করে। জলিল ফকির ঘর থেকে বের হওয়ার পর দরজা বন্ধ করে ঝুমুর বেগম ও তার সহযোগী আলেয়া, দুলারী, লিলি, পারভীন ও ছলে পর্যায়ক্রমে তাকে বিবস্ত্র করে লাঠি দিয়ে মারধর করে। পরে আঘাতের ক্ষত জায়গায় মরিচের গুড়া লাগিয়ে প্রায় দুই ঘন্টা দাড় করিয়ে রাখে। গভীররাতে ছেড়ে দিলে ভয়ে কোথাও না গিয়ে বাড়ি সে যায়।

রেহেনা বেগম বলেন, পরদিন সোমবার সকালে থানায় অভিযোগ দিতে গেলে ওসিকে না পাওয়ায় পুনরায় বিকেলে আসেন। সন্ধ্যার পর ওসিকে পেয়ে তিনি লিখিত অভিযোগ দেন। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি চিকিৎসা নিতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রেহেনা এ ঘটনার উপযুক্ত বিচার দাবী করেন। হাসপাতালে তার পাশে নবম শ্রেনীতে পড়–য়া কন্যা তার মায়ের ওপর অত্যাচারের বিচার দাবী করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঝুমুর বেগম বলেন, আমি একটা সংগঠন পরিচালনা করি। অনেকের কাছে বিরাগ ভাজন হয়েছি। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় করতে উঠেপড়ে লেগেছে। আমি রেহেনার ওপর নির্যাতন চালালে তার উপযুক্ত শাস্তি পাব।

কে নির্যাতন করেছে জানতে চাইলে বলেন, তার কথিত স্বামী (বাবু) আব্দুল মাজেদের সাথে সর্ম্পকের অবনতি ঘটনায় তাদের বনিবনা হচ্ছিলনা। যতদূর শুনেছি ওই দিন তার কথিত স্বামী মজিদ তাকে মারধর করেছে। যা বিষয়টি এলাকার সবাই জানে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রেহেনার অভিযোগ পাওয়ার পর থানার দ্বিতীয় কর্মকর্তা
এস.আই জাকির হোসেন বিষয়টি তদন্ত করছেন। অভিযোগের সত্যতা প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাতা বেগম নামের এক যৌনকর্মী মঙ্গলবার বিকেলে থানায় রেহেনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন তার বাড়িতে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগ করেছেন। এছাড়া রেহেনার বিরুদ্ধে দুটি মানব পাচার এবং একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। সবকটি অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলেও ওসি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা