• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২১
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২১

গোয়ালন্দে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অসহায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা কার্যালয় হতে ২৫ জন হিজড়ার মাঝে এই ঈদ সামগ্রীগুলো বিতরন করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহা-পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) পরিচালিত উত্তরন ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ উপহারগুলো দেওয়া হয়। উপহার সামগ্রী বিতরণকালে উপস্হিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. শরীফ উজ-জামান (সদর সার্কেল), গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উত্তরণ ফাউন্ডেশনের গোয়ালন্দ শাখার সভানেত্রী মাহিয়া মাহি প্রমূখ।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলার চাউল, দুধ, তেল, চিনি, সেমাই, মসলা ও একটি করে জীবন্ত মুরগি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ হতে করোনা পরিস্থিতির শুরু থেকেই কর্মহীন অসহায় মানুষের পাশে রয়েছি। এ ক্ষেত্রে সম্মানীত ডিআইজি স্যার আমাদের সার্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরনা দিয়ে আসছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর