ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় ৭০০অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইফতার বিতরনের শুভ উদ্ভোধন করেন সাংসদ কাজী কেরামত আলীর ছোট ভাই টিটু কাজী। ইফতার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ শহিদুল আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।
এসময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা বলেন, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর পক্ষ থেকে আমরা আজকের ৭০০ অসহায় ছিন্নমূল মানুষের জন্য ইফতার বিতরণ করলাম। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের কাছে সাংসদের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন তিনি।