Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

জরুরি প্রয়োজনে অক্সিজেন সেবা নিয়ে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব”

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ “সংযোগ” কানেক্টিং পিপল” ফেসবুক গ্রুপের সহযোগিতায় রাজবাড়ীর গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে করোনা মোকাবেলায় গোয়ালন্দের প্রতিটা প্রান্তে জরুরি অক্সিজেন সেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার সময় গোয়ালন্দ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ‘গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব’-এর কার্যালয়ে ৪টি অক্সিজেন সিলিন্ডার (মেশিন সহ) সংগঠনের পক্ষ থেকে বুঝে নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসিফ মাহমুদ, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সি, ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান মিলন, শফিকুল ইসলাম, কলিন্স পার্থসহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

এসময় ‘সংযোগ’ এর সদস্য ও ফরিদপুর ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের পরিক্ষার্থী মোঃ হাসিবুল হাসান জানান, “সংযোগ” একটি ফেসবুক কানেক্টিং গ্রুপ। এই গ্রুপের প্রতিষ্ঠাতা প্রকৌশলী জাভেদ জামাল। গত বছর ২৭ মার্চ করোনা কালীন সময়ে প্রতিষ্ঠিত হয়ে দুস্থ মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে পরবর্তীতে প্লাজমা ও অক্সিজেন সেবা প্রদান করেন। দেশের ২০ টি জেলায় প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডার তারা বিনামূল্যে দিচ্ছেন। এর অংশ হিসেবে গ্রুপের সাথে যোগাযোগ করে রাজবাড়ী ও গোয়ালন্দের জন্য এই অক্সিজেন সিলিন্ডার (মেশিন সহ) আনতে সক্ষম হই।

উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব “সংযোগ” এর সহযোগিতায় গোয়ালন্দে যে অক্সিজেন সেবা প্রদান করবেন আমি তাদের এই মহৎ কাজের সাধুবাদ জানাই। আমি বরাবরই গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকিবো।

ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম মুন্সি বলেন, আমাদের ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত অল্প সময়ে প্রায় ২০০০ ব্যাগ রক্ত বিনামূল্যে মানুষের জন্য জোগার করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। “সংযোগ”-এর সহোযোগিতায় আমরা যে অক্সিজেন সিলিন্ডার (মেশিন সহ) পেয়েছি তা দিয়ে গোয়ালন্দের অসহায় ও দুঃস্থ্য মানুষের সেবায় ব্যাবহার করা হবে। তবে এটি মুমূর্ষু যে কোন রোগীর ক্ষেত্রেই ব্যাবহার হবে, সেক্ষেত্রে সচ্ছল ব্যাক্তিদের থেকে ২০০০ টাকা নেয়া হবে ও অসহায় মানুষকে বিনামূল্যে দেয়া হবে। এটি সর্বোচ্চ একজন মানুষ এক সপ্তাহ রাখতে পারবেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ