Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

দৌলতদিয়ায় রাজধানী ছেড়ে আসা মানুষের ভিড় অব্যাহত, পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোর লকডাউন ঘোষনার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ছুটে যাওয়া অব্যাহত রয়েছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছে। করোনা ঝুকি নিয়ে বিভিন্ন পেশার মানুষ প্রখর রৌদ্রের মধ্যে ছুটছে। দূরপাল্লার পরিবহন না চলায় নদী পাড়ি দিয়ে আসা মানুষ ব্যাটারীচালিত অটোরিক্সা, মাহিন্দ্র, মোটরসাইকেলে করে ছুটে চলছে।

এছাড়া লকডাউন ঘোষনায় বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী গাড়িও ছুটতে শুরু করেছে বেশি। অন্যান্য দিন দিনের বেশিরভাগ সময় অল্প সংখ্যক ফেরি দিয়ে ঘাটে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক ভাবেই করেছে। অথচ রোববার দিবাগত মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ি আসতে থাকায় পণ্যবাহী গাড়ির চাপে দীর্ঘ লাইন তৈরী হয়েছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়ায়  দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সাথে মানুষে ঠাসাঠাসি। বিপরিত দিকে রাজধানীগামী ফেরিতেও যানবাহনের সাথে যাত্রীরাও ছুটছে। ফেরি ঘাটে ব্যক্তিগত গাড়ির সাথে পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য দীর্ঘ লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত ছোট গাড়ি ফেরিতে ওঠার সুযোগ পেলেও পণ্যবাহী গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দীর্ঘক্ষণ থাকতে গিয়ে অনেক চালক, সহকারী গাড়িতেই ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মাহাদুজ্জামান বলেন, করোনায় কলেজ বন্ধ। কিন্তু কোচিং খোলা থাকায় ঢাকায় ছিলাম। এখন লকডাউনের কারনে তাও বন্ধ হওয়ায় মাগুরার বাড়িতে ফিরছি। ফেরির ভিতর কি অবস্থা জানতে চাইলে বলেন, মানুষের ভিড়ের কারনে ফেরির সাদে উঠেছিলাম। কিন্তু সেখানেও ভিড়ের কারনে পা ফেলানোর জায়গা নেই। কঠোর লকডাউনের কথা বলা হয়েছে, অথচ মানুষজন কিভাবে বাড়ি ফিরবে সে চিন্তা কারো নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, লকডাউন ঘোষনায় মানুষজন ঈদের মতো নিজ নিজ নিরাপদ গন্তব্যে ছুটছেন। অন্যান্য দিন সকালে যানবাহনের চাপ তেমন না থাকায় ফেরিও কম চলেছে। অথচ রোববার দিবাগত রাত থেকে যানবাহনের চাপও অনেক বেড়ে গেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা