Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে আড়াই কেজির এক ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় শনিবার প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। ফেরি ঘাট এলাকার এক মাছ ব্যবসায়ী ইলিশটি কিনে ময়মনসিংহ এলাকার এক প্রবাসীর কাছে বিক্রি করেন। ওই ব্যবসায়ীর দাবি, ইলিশটি পদ্মা নদীর। পদ্মা ও যমুনা নদীর মোহনায় শনিবার সকালে সিদ্দিক প্রামানিক নামের এক জেলের জালে ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, অনেক সুস্বাদু হওয়ায় অন্যান্য মাছের চেয়ে সব সময় পদ্মা নদীর মাছে চাহিদা যেমন বেশি, দামও তেমন বেশি। স্থানীয় ছাড়াও মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ এবং ফরিদপুর অঞ্চলের জেলেরা রাজবাড়ী অঞ্চলে নদীতে নিয়মিত মাছ শিকার করে থাকেন। প্রতিদিনের মতো আজ শনিবার ভোরে নদীতে মাছ শিকারে বের হন রাজবাড়ী জেলার সীমান্তবর্তী ও ফরিদপুর অঞ্চল ঘেঁষা কবিরপুর চরের জেলে সিদ্দিক প্রামানিক ওরফে সিদ্দিক হালদার। জাল ফেলে অনেকক্ষণ অপেক্ষার পর হতাশ হচ্ছিলেন। পরবর্তীতে পুনরায় জাল গুটিয়ে নৌকায় তুলেই দেখতে পান বড় এক ইলিশ। সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার ব্যবসায়ীদের অবগত করেন। পরবর্তীতে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ ইলিশটি কিনেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে বড় ইলিশ ধরার খবর পেয়ে জেলে সিদ্দিক হালদারের সঙ্গে যোগাযোগ করেন। ইলিশটি ফেরি ঘাটে নিয়ে আসলে ওজন দিয়ে দেখতে পান প্রায় ২ কেজি ৪৯০ গ্রাম। নিলামে তিনি ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৩ হাজার ৭০০ টাকায় ইলিশটি কিনে। ইলিশটি কিনেই ময়মনসিংহ এলাকার বাসিন্দা এক অষ্ট্রেলিয়া প্রবাসীর সঙ্গে যোগাযোগ করেন। কেজি প্রতি ৩০০ টাকা করে লাভে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ বলেন, অষ্ট্রেলিয়া প্রবাসী ময়মসিংহের ওই ব্যক্তি আমার কাছে একটি বড় ইলিশের জন্য বলে রেখেছিলেন। বড় কোন ইলিশ পেলে যেন তাকে জানায়। আজ সকালে ইলিশটি কেনা মাত্র তাঁকে ফোনে জানানো হয়। তিনি মানিকগঞ্জে তাঁর কোন এক আত্মীয়কে পাটুরিয়া ঘাটে পাঠালে আমরা তাঁর কাছে পৌছে দেই। এ ধরনের ইলিশ এই মৌসুমে আগে এক-দুটির বেশি পাওয়া যায়নি।

বড় ইলিশের ব্যাপারে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বর্ষা মৌসুমে ভরা পদ্মা নদীতে স্রোত বেশি থাকায় ইলিশের দেখা মিলছে। মাঝেমধ্যে বড় ইলিশ পাওয়া জেলেদের পাশাপাশি এ অঞ্চলের মানুষের জন্য অনেক সুখবর। তবে দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে ইউএনও’র উদ্যোগে ফলদ গাছের চারা রোপন 

রাজবাড়ীতে আড়াই কেজির এক ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীতে স্কুলছাত্রীর বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালত, বয়স বাড়িয়ে রক্ষা হলো না, অর্থদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের সাত নেতা গ্রেপ্তার

গোয়ালন্দের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রবাসীর স্ত্রীকে, গ্রেপ্তার ২

রাজবাড়ীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ভারতে গ্রেপ্তার

পাংশায় জোরপূর্বক বসতভিটার জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ, শঙ্কিত পরিবার

গোয়ালন্দে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিক আসাদুজ্জামান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীতে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পৃথক বিজয় মিছিল