Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে স্কুলছাত্রীর বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালত, বয়স বাড়িয়ে রক্ষা হলো না, অর্থদণ্ড

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ নোটারী পাবলিক করে বয়স বাড়িয়েও রক্ষা হলো হলো বিয়ে বাড়ির লোকজনের। দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিবাহ অনুষ্ঠানে হাজির হয় ভ্রাম্যমান আদালত। এ সময় কনের পিতাকে দুই হাজার টাকা অর্থদ- এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয়। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামে।

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউপির আলীপুর গ্রামের আক্তার হোসেনের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রামদিয়া বারমল্লিকা গ্রামের ছিদ্দিক মিয়ার প্রবাসী ছেলে সজীবের সাথে বিয়ে হয়। তার আগে ১৩ আগষ্ট রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন থেকে আইনজীবীর মাধ্যমে নোটারী পাবালিক করে বয়স বাড়িয়ে ১৮ করা হয়। শুক্রবার (১৫ আগষ্ট) বিয়ে উপলক্ষে কনের বাড়িতে বিয়ের সকল আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন, বর পক্ষের লোকজন সকলেই হাজির হয় কনের বাড়িতে। কিন্তু বাধ সাথে উপজেলা প্রশাসন। প্রথমে বিয়ের আয়োজন দেখে স্থানীয়ভাবে জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোর কিশোরী ক্লাবের সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য কনের বাড়িতে হাজির হন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাদের বোঝানোর পর কনের পরিবার এ বিয়ে দিতে অপারগতা প্রকাশ করে। মেয়ের বয়স ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ দিবেন না এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে বেলা গড়িয়ে বিকেল হওয়া মাত্র কনের বাড়িতে দলবল নিয়ে হাজির হন বর পক্ষের লোকজন। বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতির খবর পেয়ে সেখানে হাজির হন ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী। এ সময় ওই বাড়িতে বর পক্ষের লোকজন থাকলেও পালিয়ে যান বর। খবরের সত্যতা পাওয়ায় তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত কনের বাবাকে দুই হাজার টাকা অর্থদ- প্রদান করেন। একই সাথে মেয়ের বয়স পরিপূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।

রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষনিক দেখেন কনের বয়স মাত্র ১৫ বছর। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। নোটারী পাবলিকের মাধ্যমে তার বয়স ১৮ বছর করা হয়েছিল। ভ্রাম্যমান আদালত কনের পরিবারকে দুই হাজার টাকা জরিমানা এবং বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করেন। এছাড়া নোটারী পাবলিকের মাধ্যমে কখনো বিয়ে হয় না, আইন সম্মত নয়। বিষয়টি অনেক অভিভাবক জানেন না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে ইউএনও’র উদ্যোগে ফলদ গাছের চারা রোপন 

রাজবাড়ীতে আড়াই কেজির এক ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীতে স্কুলছাত্রীর বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালত, বয়স বাড়িয়ে রক্ষা হলো না, অর্থদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের সাত নেতা গ্রেপ্তার

গোয়ালন্দের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রবাসীর স্ত্রীকে, গ্রেপ্তার ২

রাজবাড়ীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ভারতে গ্রেপ্তার

পাংশায় জোরপূর্বক বসতভিটার জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ, শঙ্কিত পরিবার

গোয়ালন্দে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিক আসাদুজ্জামান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীতে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পৃথক বিজয় মিছিল