Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. ধর্ম ও জীবন

সংষ্কারের আগে কোন নির্বাচন নয় – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয়। বিগত সরকারের আমলে প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেছিল। বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা বলি, শিক্ষা ব্যবস্থা বলি, অর্থনৈতিক ব্যবস্থা বলি। প্রতিটা সেক্টর ধ্বংস করে ফেলছে। যে কারনে আমরা অনেক আগে থেকে সংষ্কারের কথা বলে আসছি। তবে তা নির্বাচনের পূর্বেই। সংষ্কার করেই জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়া হোক।

কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধ্যা মিলনায়তনে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব আরো বলেন, আমরা দিনের ভোট আর রাতে দেখতে চাইনা। প্রত্যেকটা ভোটারের ভোটকে যেন মূল্যায়ন করা হয়। এছাড়া আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা বলেছি। সব দলের সমন্বয়ে জাতীয় সরকারের কথা বলেছি। এভাবে নির্বাচন হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় ইসলামের জন্য কাজ করে থাকে। অনেক ঘাত প্রতিঘাত পার করে আজ আমরা এ পর্যায়ে এসেছি। অনেক আন্দোলন সংগ্রামের দেশে আজ একটা স্থিতিশীলতায় এসেছে৷ আমরা চাই দেশ থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হোক। খুন, গুম এই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই দেশের মানুষ সবাই মিলে গড়বে এটা তাদের প্রত্যাশা। আমরা চাই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক। সৎ ভালো মানুষ দায়িত্ব পালন করুক। যারা চুরি করবেন না, ডাকাতি করবেন না, মস্তান সন্ত্রাসী লালন করবেন না এবং দেশের টাকা বিদেশে পাচার করবেন না। মূল কথা ভালো নীতি এবং ভালো নেতা আমাদের প্রয়োজন। আমরা মনে করি বাংলাদেশে যত নেতা রয়েছেন চর মোনাইয়ের পীরের মতো নেতা খুজে পাওয়া মুশকিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলের সঙ্গে জোট করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দেশে আন্দোলন সংগ্রামের পর এমন পরিস্থিতি হয়েছে মানুষ এখন ইসলামী দলের দিকে ঝুঁকছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো তিনটি ইসলামি দলের সাথে আলোচনা চালিয়ে গেছে। এক্ষেত্রে জোট হোক বা না হোক কমপক্ষে ইসলামি দলের পক্ষে একটা বাক্স থাকে সেই চেষ্টা অব্যাহত আছে। আশা করি সে চেষ্টা সফল হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আরিফুল ইসলাম প্রমূখ।

শুরা অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শুরা সদস্যরা উপস্থিত হন। পরে শুরা সদস্যদের ভোটে আগামী বছরের জন্য বিভিন্ন পর্যায়ে নেতা নির্বাচিত করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা