নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কাত্যায়নী পূজা মন্দিরে প্রবেশ করে প্রতিমা কার্তিকের মাথা ও হাত ভাঙচুরের অভিযোগে পাহারাদার ও স্বেচ্ছাসেবকরা হুমায়ুন (৩৫) নামের যুবককে আটক করে পুলিশে দিয়েছে। সে যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়েনের লোকমানের ছেলে। শনিবার দিনগত রাত তিনটার দিকে বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দিরে ঘটনাটি ঘটে।
চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, ১৯৭২ সাল থেকে স্থানীয় ১১ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পর কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এই বছর বৃহস্পতিবার থেকে মন্দিরে পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। আজ রোববার ছিল মহানবমী পূজা। প্রতিদিন গভীররাত পর্যন্ত এখানে ধর্মীয় গানের আসর বসে। শনিবার রাত ১২টা পর্যন্ত মন্দিরে ধর্মীয় গান পরিবেশিত হয়। যার ফলে রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত অনেকে উপস্থিত ছিলেন। ওই মঞ্চেই যুবক শুইয়ে ছিল। প্রতি বছর অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে অনেকে আসেন বলে আমরা তাকেও কিছু বলিনি। রাত ১২টার দিকে মন্দিরে থাকা স্বেচ্ছাসেবক ও পাহারাদারদের বলে বাড়ি চলে যাই।
তিনি বলেন, রাত সোয়া তিনটার দিকে মন্দিরে থাকা মাইকম্যান প্রশান্ত বিশ্বাস ফোন করে আমাকে জরুরিভাবে মন্দিরে আসতে বলেন। তখনই বুঝতে পারি কোন কিছু একটা হয়েছে। কয়েকজনকে ফোন করে দ্রুত আসতে বলে কিছুক্ষণের মধ্যে মন্দিরে এসে দেখি স্থানীয়রা ওই যুবককে দুই হাত বেধে রেখেছে। পরে তাদের কাছ থেকে জানতে পারি প্রতিমা কার্তিকের মাথা এবং বাম হাত ভেঙ্গে ফেলেছে। বিষয়টি তাৎক্ষনিক বালিয়াকান্দি থানার ওসিকে ফোনে অবগত করি। রাত চারটার পর ওসি মন্দিরে আসলে তিনি ঘটনাটি বিস্তারিত শোনার পর ওই যুবককে সাথে করে নিয়ে যান।
অসিত কুমার রায় আরো বলেন, প্রতিমা কার্তিমের মাথা ও হাত ভেঙ্গে ফেলায় আমাদের পূজা বন্ধের উপক্রম হয়েছিল। পরে সকালে পুলিশের উর্দ্বোতন কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেন। জেলা প্রশাসক ও পুলিশের উর্দ্বোতন কর্মকর্তাদের অনুমোতিতে দ্রুত পালকে খবর দিয়ে সংস্কার কাজ শেষ করে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা ভাঙচুরের বিষয়ে মনের ক্ষোভ থেকে বলেন, অধিকাংশ স্থানে প্রতিমা ভাঙচুরের পর কেউ আটক হলে মানসিক প্রতিবন্ধী বা পাগল হয়ে যায়। এ বিষয়টিও আমাদের ভালো করে দেখা দরকার।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাত চারটার দিকে পূজা মন্দির থেকে যুবককে আটক করা হয়। মন্দিরের পাহারাদার ও স্বেচ্ছাসেবকদের ভাষ্যমতে, আটককৃত হুমায়ুন প্রতিমা কার্তিকের মাথা ও হাত ভেঙ্গে ফেলেছে। ওই যুবক মন্দিরের সামনেই ত্রিপল পেচিয়ে ঘুমিয়ে ছিল। ভাঙচুরের শব্দে মাইকম্যানসহ অন্যরা দেখতে পান, ওই যুবক কার্তিকের মাথা ও হাত ভাঙছে। তাকে হাতেনাতে ধরে ফেললে সে একটি ধূতি কাপড় মুড়িয়ে আবারও শুইয়ে পড়ে। আটককৃত যুবক এলোমেলো কথা বলায় সঠিক কারণ বলতে পারছিনা। খবর পেয়ে আজ রোববার সকালে পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রুত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।