Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

যারা দেশ গড়ার নামে বিভক্ত করেছিল, তারাই দেশের সর্বনাশ করে গেছে- জামায়াতের আমির

রাজবাড়ী মেইল ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই। যারা দেশ গড়ার নামে বিভক্ত করেছিল, তারাই দেশের সর্বনাশ করে গেছে। যৌক্তিক পরিবেশ তৈরী হলে জামায়াত ইসলাম নির্বাচনে অংশ নিবে। বর্তমান অন্তবর্তীকালিন সরকার বিশেষ পরিস্থিতে ক্ষমতায় এসেছে। আইনশৃঙ্খলা সহ নির্বাচনের পরিবেশ তৈরীতে সময় দিতে হবে। রোববার দুপুরে কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতে ইসলামের আমির বলেন, জামায়াত ইসলাম সবাইকে নিয়েই একটি সুন্দর দেশ গড়তে চায়। এবারের দুর্গোৎসব আগের থেকে আরো উৎসব মুখর হবে। জামায়াত ইসলাম কখনো প্রতিহিংসার রাজনীতি করেনা। কারো প্রতি আমাদের বিদ্বেশ নাই, হিংসা নাই। আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে নিয়েই একটি সুন্দর দেশ গড়তে চাই।

জামায়াতের আমির বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, তার মধ্যে এই জালিম সরকারের বুলেটবিদ্ধ হয়ে কুষ্টিয়ার ১৪জন আদম সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সমস্ত শহীদ পরিবারের খোঁজ নিতে আমরা কুষ্টিয়ায় গিয়েছিলাম। অন্দোলনে অসংখ্য মানুষ যারা আহত হয়েছেন আল্লাহ তাদের নেক হায়াত দান করুন।

তিনি বলেন, চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা করতে হবে। আর সেটি হলো আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা। রাসুলে করিম (সাঃ) এর নবুবে রাস্তা, সাহাবায়ে কেরামগনের রেখে যাওয়া আমানতের রাস্তা। খোলাপায়ে রাশেদিনের রাস্তা। সে রাস্তা ধরে বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। যেদিন এ পথে জনতা চলে আসবে সেদিন বাংলাদেশে শান্তি কায়েম হবে। শান্তি পাবে মসুলমান, শান্তি পাবে হিন্দু, শান্তি পাবে বৌদ্ধ, খ্রিষ্টান। শান্তি পাবে আপামর জনসাধারণ। আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে আবার যেন এই ধরনের মসিবতে জাতি না পড়ে। এজন্য আমাদের পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে।

ফরিদপুর এবং রাজবাড়ীর সম্মানিত জনসাধরণকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, কারণ দেশ আমাদের সবার। সবাইকে সেভাবে মাঠে থাকতে হবে। যেভাবে সাড়ে ১৫ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করেছ। ইনশাআল্লাহ ইহাই সত্য হোক, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, জামায়াতে ইসলামীর ফরিদপুরের জেলা আমীর মাওলানা বদর উদ্দিন, রাজবাড়ীর জেলা আমীর এ্যাডভোকেট নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলার আমির মাওলানা জালাল উদ্দিন প্রমূখ। পরে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা