নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি” এই স্লোগানে রাজবাড়ীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে এ মেলার আয়োজন করা হয়।
বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল।
মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরজাহার আক্তার সাথী, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা অচিন্ত কুমার কীর্তনিয়া, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা প্রমুখ। মেলায় সদর উপজেলার কলেজ ও স্কুলের ২০ স্টল স্থান পায়।