ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শাপলা ওরফে কনা হিজড়া (৩২) নামের তৃতীয় লিঙ্গের এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাপলা ওরফে কনা হিজড়া উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার মৃত তমছের খাঁর সন্তান।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ায় পুলিশ অভিযান চালায়।এসময় নিজ বাড়ি থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৃতীয় লিঙ্গের পেশাদার মাদক ব্যবসায়ী শাপলা ওরফে কনা হিজরাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কনার বিরুদ্ধে রোববার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরেই রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।