ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ক্ষতিগ্রস্থ্য খেলোয়ার প্রশিক্ষক ও সংগঠকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক অনুষ্ঠিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ্য খেলোয়ারদের মাঝে আর্থিক এ অনুদানের চেক বিতরন করা হয়।
চেক বিতরন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সারোয়ার আহম্মেদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি হেদায়েত অলী সোহরাব, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমূখ। অনুষ্ঠানে জেলার ৪৫ জন ক্ষতিগ্রস্থ্য খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠক প্রত্যেকের হাতে ৭ হাজার টাকা অংকের চেক তুলে দেওয়া হয়।