Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী

পাংশায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্বচ্ছতার সাথে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, ওসি-এলএসডি মো. ইব্রাহীম আদম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ বক্তব্য রাখেন। ডিলারদের মধ্যে মোস্তফা আনোয়ার, মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার), মুরাদ সিকদার ও শাহজাহান আলী প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সদস্য ও সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, পরিসংখ্যান অফিসার মাহবুব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও খাদ্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বচ্ছতার সাথে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন