Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে মালয়েশিয়া প্রবাসী হত্যার ঘটনায় পাবনা থেকে দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ মে ২০২৫, ৯:০০ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চর রাখালগাছি এলাকার যমুনা নদী থেকে ২৬ এপ্রিল প্রবাসী আল আমিন ম-লের লাশ উদ্ধারের পর পুলিশ আরো দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পাবনার ইশ্বরদী দাশুড়িয়া এলাকা থেকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনার আমিনপুর থানার কোমরপুর পশ্চিমপাড়ার আলাউদ্দিন শেখের ছেলে আব্দুস সালাম ঠান্ডু (৩৫) এবং একই থানার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলী ফকিরের ছেলে জুয়েল রানা (৪২)। এর আগে ২৬ এপ্রিল রাতে গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে আল আমিনের ফুপাতো বোন জামাই মেগা সরদারকে (৪৭) গ্রেপ্তার করে। সে মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি পাবনার আমিনপুর থানার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মালয়েশিয়া প্রবাসী আল আমিন মন্ডল পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কার ম-লের ছেলে। প্রায় সাত বছর পর চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। ২৫ এপ্রিল দুপুরে আল আমিন মামা লিটন কাজী, বোন আকালিমার সঙ্গে ঢালারচর খৈয়মের বাড়ি পাত্রী দেখতে যান। খাওয়া শেষে মেগা সরদারের মোটরসাইকেলে পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান। আল আমিনের বাড়ি থেকে রাখালগাছির দূরত্ব প্রায় আট কিলোমিটার। কিছুক্ষণ পর আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী, রবিউল ইসলামসহ সাত থেকে আটজন চারটি মোটরসাইকেলে পৌছে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদাদাবি করে। না দেয়ায় তর্কবিতর্কের সময় আল আমিনকে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ঘার মটকিয়ে ছুরিকাঘাত করলে প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাপ দেন। ২৬ এপ্রিল দুপুরের আগ পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। ওইদিন দুপুরে রাখালগাছি খেয়া ঘাটের কাছে বরশিতে আটকে গেলে লাশটি টেনে তোলা হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের বাঁ পাশে চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ আছে।

পরিবারের ভাষ্যমতে, ঘটনার ১৫-১৬দিন আগে শাহ আলী চা-নাশতা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় মুঠোফোনে তাঁকে গালিগালাজ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এমনকি ঘটনার দিন দেখা হওয়ার পর ফের চাঁদাদাবি করে মারধর করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ২৬ এপ্রিল রাতে আল আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবের সহযোগিতায় পাবনার ইশ্বরদী থেকে এজাহারভুক্ত আব্দুস সালাম ঠা-ু এবং তদন্তেপ্রাপ্ত আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলার মামলায় আরেকজন গ্রেপ্তার, এখনও থমথমে পরিবেশ

গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণমূলক সাহিত্য সন্ধ্যা “চিঠি দিও”

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত