মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নাজমা বেগম (৪২) নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মো. ইউনুছ শেখ এর স্ত্রী। উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়ার বাসিন্দা ও উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তাঁকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রায় চার মাস পর ১০ ডিসেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা(নং-১০) করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলসহ আ.লীগের ৫৯ জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়। গোয়ালন্দ ঘাট থানায় প্রথম বারের মতো বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে নাজমা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলার বাদী উপজেলার অন্তারমোড় এলাকার শরিফুল ইসলাম উল্লেখ করেন, যৌক্তিক দাবী নিয়ে শিক্ষার্থীরা ৪ আগষ্ট গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে আন্দোলন করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে রেলগেট এলাকায় পৌছলে এজাহারভুক্ত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের কেউ হামলাকারীদের বাধায় হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগমকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার দুপুরের দিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।