• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালকের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

মীর সৌরভ, রাজবাড়ীঃ নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বৃষ্টিতে ভিজে রাজবাড়ী সদর হাসপাতালে নার্সিং সংস্কার পরিষদ, জেলার নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হ‌য়।

মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী সরকারি নার্সিং ইনস্টিটিউট, বেসরকারি আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী ইন্সট্রাক্টর ইনচার্জ আরতী রানী শীল, নার্সিং ইন্সট্রাক্টর সালমা পারভীন, ডালিয়া পারভিন, রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার, রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা আখিতারা, নার্সিং সুপারভাইজার রহিমা ইয়াসমিন সহ আইডিয়াল নার্সিং কলেজ, মডেল নার্সিং কলেজ ও আব্দুল্লাহ নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর